এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা এসএমএস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট তাই যারা দেখতে ইচ্ছুক আপনার মনযোগ সহকারে আমাদের পোস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকুন । এইচএসসি সম্মান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে কিছুদিনের মধ্যে তাইতো মোবাইলে এসএমএসের মাধ্যমে অনেকেই রেজাল্ট দেখার আগ্রহী পোষণ করেছেন খুব শীঘ্রই ঘরে বসে মোবাইলের মেসেজের মাধ্যমে রেজাল্ট জানানো জন্য যে কোটি ডায়াল করে আপনাকে মেসেজ পাঠাতে হবে সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্যই পোস্টটি করা হয়েছে ।

রেজাল্ট প্রকাশের দিন যারা অনলাইন সার্ভিস পাননি বা জটিলতার সম্মুখীন হতে পারে এ বিষয়ে নিয়মিত ধারণা না থাকায় মেসেজ করে রেজাল্ট বের করার অপশন খুঁজে পান না তাদের উদ্দেশ্য করেই আজকের পোস্টিং সাজানো মেসেজের রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টি বুঝতে পারবেন ।

এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও কিভাবে দেখার সহজ পদ্ধতি রয়েছে সে বিষয়টিও আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাকে সন্তুষ্ট করতে পারব । উল্লেখিত এইচ এস সি রেজাল্ট এর এসএমএসের মাধ্যমে দেখার প্রকাশ্যে সাথে সাথে ফিডব্যাক মেসেজ অথবা ফেরত মেসেজ রেজাল্ট জানানো যাবে বা জানানো হবে । সেই কোডগুলি এবং নিয়মগুলি আমরা নিচে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে দেখে নিন ।

এইচএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসের মাধ্যম

সকল বোর্ডের এইচএসসি সম্মান পরীক্ষার জানার জন্য মোবাইলে মেসেজে কি টাইপ করতে হবে সে সকল বিষয়ে নিচে উল্লেখ করা হলো ।

এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।

hSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

উদাহরণ: SC DHA 321245 2024 সেন্ড করুন 16222 নম্বরে।

শিক্ষা বোর্ড ইংরেজি নামের প্রথম তিন অক্ষর

সকল শিক্ষা বোর্ডের ইংরেজি নামের প্রথম তিনটি অক্ষর যেটি পরবর্তীতে মেসেজ করতে আপনার সহযোগিতা করবে
  • ঢাকা শিক্ষা বোর্ড: DHA
  • রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ
  • যশোর শিক্ষা বোর্ড: JES
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI
  • কুমিল্লা শিক্ষা বোর্ড: COM
  • দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN
  • সিলেট শিক্ষা বোর্ড: SYL
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN
  • বরিশাল শিক্ষা বোর্ড: BAR
  • কারিগরি শিক্ষা বোর্ড: TEC
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

আমাদের ওয়েবসাইটটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা আমাদের পোস্ট যদি আপনার কোন উপকারে এসে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *